সৌমিত্র সাহা ,আখাউড়া উপজেলা প্রতিনিধি।
আখাউড়া সুলতানপুর থেকে ধরখার পর্যন্ত সওজ যে রাস্তাটি তৈরী করেছে তাতে সরজমিনে ঘুরে দেখা যায় রাস্তায় কোন স্পিড ব্রেকার নেই। এবার যে রাস্তাটি করার জন্য যে টেন্ডার দিয়েছেল তাতে স্পিড ব্রেকারের কোন নিদর্শনা ছিল না বলে জানা যায়। পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, পৌরসভা থেকে সওজের রাস্স্তায় স্পিড দেওয়ার এখতিয়ার তাদের নেই।
শনিবার সকালে আখাউড়া পৌর এলাকায় রাধানগরের প্রদীপ সাহার স্ত্রী বিজলি রাণী সাহা (৬২) বাড়ির সামনে চৌরাস্তা মোরে রাস্তা অতিক্রম করার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাস্তায় যদি স্পিড ব্রেকারে থাকত তাহলে হয়ত প্রানে বেঁচে যেত।
প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটেছে। এমতাবস্থায় যদি অতিসত্বর স্পিড ব্রেকার না তৈরী করে তাহলে দিন দিন দূর্ঘটনার পরিমাণ বেড়ে যাবে বলে মনে করেন এলাকাবাসী।