
আইসিসির দশ বছরের সেরা ওয়ানডে একাদশে সাকিব আল হাসান।
আরও একটি দশক ২০২০ শেষ হওয়ার সাথে সাথেই বিদায় নেবে । এবার তিন ফরম্যাটের জন্য গত দশ বছরের সেরা একাদশ বেছে নিলো ইন্টান্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে শুধু ওয়ানডেতে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। এ ছাড়া নেই আর কোনো বাংলাদেশি ক্রিকেটার।
আইসিসির দশ বছরের সেরা ওয়ানডে একাদশে সাকিব আল হাসান
তিন ফরম্যাটে আইসিসির দশকসেরা একাদশ:
ওয়ানডে: রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) এবং লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।
টেস্ট: অ্যালিস্টার কুক (ইংল্যান্ড), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), বিরাট কোহলি (ভারত), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড)।